মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ১৫ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

খেলাধুলা

ফুটবল মাঠ থেকে জাতীয় স্বীকৃতি: রোকেয়া পদক পেলেন ঋতুপর্ণা চাকমা

ছবি: সংগৃহিত

নারী জাগরণ (ক্রীড়া) বিভাগে এ বছর বেগম রোকেয়া পদক অর্জন করেছেন জাতীয় নারী ফুটবল দলের তারকা খেলোয়াড় ঋতুপর্ণা চাকমা। আজ ৯ ডিসেম্বর রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় আয়োজিত বেগম রোকেয়া দিবসের অনুষ্ঠানে তার হাতে পদক তুলে দেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

নারীশিক্ষা, নারী অধিকার, মানবাধিকার ও নারী জাগরণে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে এ বছর মোট চারজন নারীকে এই সম্মাননা দেওয়া হয়েছে। আজ একই সঙ্গে পালিত হচ্ছে নারীশিক্ষা ও অধিকার আন্দোলনের অগ্রদূত বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের ১৪৫তম জন্মবার্ষিকী ও ৯৩তম মৃত্যুবার্ষিকী।

বাংলাদেশ নারী ফুটবল দল টানা দুইবার (২০২২ ও ২০২৪) সাফ চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি প্রথমবারের মতো জায়গা করে নিয়েছে এশিয়ান কাপের মূল পর্বে। এই সাফল্যের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন রাঙামাটির মেয়ে ঋতুপর্ণা। জাতীয় নারী দলের এই সফলতা অর্জনের স্বীকৃতি হিসেবে আগে পুরো দল একুশে পদক পেয়েছিল, আর এবার ব্যক্তিগত সম্মাননা হিসেবে রোকেয়া পদক পেলেন তিনি।

পুরস্কার প্রাপ্তির অনুভূতি জানাতে গিয়ে ঋতুপর্ণা বলেন, সব পুরস্কারই সম্মানের, তবে এটার গুরুত্ব বেশি। যেহেতু এটা জাতীয় পুরস্কার। এই পুরস্কার দেশের নারীদের আরও বেশি অনুপ্রেরণা দেবে।

ক্যাটাগরি