মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ১৫ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

টেকনাফ

মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

টেকনাফে বিশেষ অভিযান চালিয়ে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি বাথং তংচইঙ্গা (৫৫)–কে গ্রেপ্তার করেছে র‍্যাব।

শনিবার (২৭ ডিসেম্বর) টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের লম্বাঘোনা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র‍্যাব–১৫ এর হোয়াইক্যং সিপিসির একটি অভিযানিক দল।

গ্রেপ্তারকৃত বাথং তংচইঙ্গা হোয়াইক্যং ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের নয়াপাড়া লম্বাঘোনা এলাকার বাসিন্দা এবং অং সাংয়ের পুত্র। দীর্ঘদিন ধরে তিনি আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে আত্মগোপনে ছিলেন বলে জানা গেছে।

র‍্যাব–১৫ এর সহকারী পরিচালক আ. ম. ফারুক জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাবের পক্ষ থেকে জানানো হয়, মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং পলাতক অপরাধীদের আইনের আওতায় আনা হবে।

ক্যাটাগরি