সাংবাদিক আনছার হোসেনের ষষ্ঠ শ্রেণি পড়ুয়া ছেলে রিতাজ আর নেই
দৈনিক আমার দেশ-এর কক্সবাজার স্টাফ রিপোর্টার আনছার হোসেনের পুত্র রিতাজ হোসেন (১৩) ইন্তেকাল করেছে। শনিবার রাত ৮টা ৪০ মিনিটে কক্সবাজার সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী রিতাজ হোসেন অসুস্থতাজনিত কারণে গত দুই দিন আগে চট্টগ্রামের ইম্পেরিয়াল হাসপাতালের আইসিইউতে ভর্তি ছিল। সেখানে তার অবস্থার কোনো উন্নতি না হওয়ায় তিনি ‘ডিপ কোমা’য় চলে যান। পরে অ্যাম্বুলেন্সে অক্সিজেন সাপোর্ট দিয়ে কক্সবাজারে আনা হলে সদর হাসপাতালে পৌঁছানোর পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
মাত্র দুই মাস আগে স্ত্রীকে হারানোর পর এবার একমাত্র পুত্রের মৃত্যুতে গভীর শোকে মুহ্যমান হয়ে পড়েছেন সাংবাদিক আনছার হোসেন ও তার পরিবার।
পরিবার সূত্রে জানা গেছে, রিতাজের মরদেহ কক্সবাজারের নুনিয়াছড়ার বাসভবনে রাখা হবে। পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী রোববার সকালে তার জানাজা অনুষ্ঠিত হবে।
এদিকে সাংবাদিক আনছার হোসেনের পুত্রের মৃত্যুতে কক্সবাজার সংবাদ পরিবারসহ বিভিন্ন মহল গভীর শোক প্রকাশ করেছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।