অনলাইন জুয়া ও ঋণের ফাঁদ: কক্সবাজারে যুবকের আত্মহত্যা
কক্সবাজারে অনলাইন জুয়ার আসক্তি এক যুবকের জীবন কেড়ে নিলো। ঋণের ভারে জর্জরিত হয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন ইমরান নামে ৩০ বছর বয়সী এক যুবক। মঙ্গলবার (৯ ডিসেম্বর) শহরের ৫ নম্বর ওয়ার্ডের এসএম পাড়ায় ঘটে এই মর্মান্তিক ঘটনা।
স্থানীয়রা জানান, ইমরান দীর্ঘদিন ধরে অনলাইন জুয়ার সঙ্গে যুক্ত ছিলেন। নেশায় আসক্তির পাশাপাশি তিনি জুয়ার টানে অনেকের কাছ থেকে ধারদেনাও করেছিলেন। ধীরে ধীরে বাড়তে থাকা ঋণের চাপ ও আর্থিক সংকট তাকে চরম হতাশায় ঠেলে দেয়। একসময়ের হাসিখুশি যুবকটিকে দিন দিন ভেঙে পড়তে দেখেছেন প্রতিবেশীরা। শেষ পর্যন্ত ঋণের ফাঁদে পড়ে সবকিছু হারিয়ে আত্মহননের পথ বেছে নিয়েছেন বলে ধারণা স্থানীয়দের।
স্বজনেরা জানান, দুপুরের দিকে ইমরানকে ঘরের একটি রুমের ভেতর ফ্যানের সঙ্গে রশিতে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তারা। তৎক্ষণাৎ তাকে নামিয়ে হাসপাতালে নেওয়ার চেষ্টা করা হলেও তার আগেই মৃত্যু নিশ্চিত হয়।
ঘটনা সম্পর্কে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ছমিউদ্দিন বলেন, প্রাথমিক তদন্তে এটি আত্মহত্যা বলেই মনে হচ্ছে। ইমরানের মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত শেষে পরবর্তী পদক্ষেপ সম্পর্কে জানানো হবে বলেও তিনি জানিয়েছেন।
ইমরানের মৃত্যু আবারও সতর্ক করলো, সহজে অর্থ উপার্জনের লোভ দেখানো অনলাইন জুয়ার ফাঁদ কত দ্রুত একজন মানুষকে সর্বস্বান্ত করে দিতে পারে। তার পরিবার এখন শোকে ভেঙে পড়েছে, আর এলাকাজুড়ে গড়ে উঠেছে ক্ষোভ ও আতঙ্ক-আর কত যুবকের জীবন কেড়ে নেবে এই অনলাইন জুয়ার অভিশাপ?