মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ১৫ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

কক্সবাজার জেলা

কক্সবাজার-৪ আসনে এনডিএম প্রার্থী হিসেবে এডভোকেট সাইফুদ্দিন খালেদের মনোনয়ন জমা

কক্সবাজার-৪ (উখিয়া–টেকনাফ) সংসদীয় আসনে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন—এনডিএম (নিবন্ধন নং–৪৩) এর প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন দলের কেন্দ্রীয় কমিটির কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক এবং কক্সবাজার জেলা কমিটির সভাপতি বিশিষ্ট আইনজীবী ও সমাজসেবক এডভোকেট সাইফুদ্দিন খালেদ।

রোববার দুপুর ১টা ৩০ মিনিটে তিনি কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা বরাবর আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেন।

দলীয় সূত্রে জানা গেছে, গত ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে এনডিএমের জোট গণঐক্যের প্রার্থী হিসেবে হারিকেন প্রতীক নিয়ে তিনি কক্সবাজার-৪ আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। এবারের নির্বাচনে তিনি এনডিএমের নিজস্ব দলীয় প্রতীক ‘সিংহ’ নিয়ে নির্বাচনী মাঠে থাকবেন।

এডভোকেট সাইফুদ্দিন খালেদ শিক্ষাগত ও পেশাগত জীবনে একজন উচ্চ শিক্ষিত ও মেধাবী ব্যক্তিত্ব হিসেবে পরিচিত। তিনি একাউন্টিং বিষয়ে অনার্স ও মাস্টার্স ডিগ্রির পাশাপাশি বিএড, এলএলবি এবং এলএলএম ডিগ্রিধারী। পেশাগত জীবনে তিনি কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের একজন স্বনামধন্য ও প্রতিবাদী আইনজীবী হিসেবে পরিচিত।

এছাড়াও এক সময় তিনি সরাসরি সাংবাদিকতার সাথেও যুক্ত ছিলেন বলে জানা গেছে। ফলে আইন, শিক্ষা ও গণমাধ্যম—তিনটি ক্ষেত্রেই তার বাস্তব অভিজ্ঞতা রয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এডভোকেট সাইফুদ্দিন খালেদ উখিয়া উপজেলার রত্নাপালং ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ভালুকিয়া মাতবরপাড়া গ্রামের বাসিন্দা। তিনি বিশিষ্ট রাজনীতিবিদ, শিক্ষাবিদ ও ইসলামী ব্যক্তিত্ব নুরুল ইসলাম মাস্টারের জ্যেষ্ঠ সন্তান।

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, শিক্ষিত, পরিচ্ছন্ন ভাবমূর্তি ও জনসম্পৃক্ততার কারণে নতুন প্রজন্মের ভোটারদের কাছে এডভোকেট সাইফুদ্দিন খালেদ একটি বিকল্প রাজনৈতিক নেতৃত্ব হিসেবে বিবেচিত হতে পারেন।

মনোনয়নপত্র জমা শেষে এডভোকেট সাইফুদ্দিন খালেদ বলেন, “উখিয়া-টেকনাফের মানুষের ন্যায়সংগত অধিকার, উন্নয়ন ও গণতান্ত্রিক রাজনীতির জন্য আমি নির্বাচনে অংশ নিচ্ছি। জনগণের সমর্থন পেলে এই অঞ্চলের জন্য কাজ করতে চাই।”

ক্যাটাগরি