মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ১৫ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

টেকনাফ

টেকনাফের লেদা রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস

কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের লেদা ২৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রবিবার (২৮ ডিসেম্বর) রাত আনুমানিক ৯টা ৫০ মিনিটের দিকে ক্যাম্পের একটি অংশে আগুনের সূত্রপাত হয়।

শেষ খবর পাওয়া পর্যন্ত স্থানীয় বাসিন্দাদের সঙ্গে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় ক্যাম্পজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতির সুনির্দিষ্ট তথ্য জানা যায়নি।

কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের এক জ্যেষ্ঠ কর্মকর্তা অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে জানান, আগুন নিয়ন্ত্রণে সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

উল্লেখ্য, এর আগে গত ২৫ ডিসেম্বর রাতে এবং ২৬ ডিসেম্বর ভোরে উখিয়ার পৃথক দুটি রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ওই দুই ঘটনায় একটি হাসপাতালসহ অন্তত পাঁচটি ঘর পুড়ে যায়। শীত মৌসুমে একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনায় রোহিঙ্গা ক্যাম্পগুলোতে নতুন করে উদ্বেগ ও আতঙ্ক সৃষ্টি হয়েছে।

ক্যাটাগরি