টেকনাফে নৌবাহিনীর অভিযানে অস্ত্র, গোলাবারুদ ও বিপুল ইয়াবা উদ্ধার
টেকনাফে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী। শুক্রবার (১৯ ডিসেম্বর) দিবাগত রাতে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নে এ অভিযান পরিচালনা করা হয়।
নৌবাহিনীর বিশেষায়িত ফোর্স সোয়াডস (SWADS) ও নৌবাহিনী কন্টিনজেন্ট যৌথভাবে শীর্ষ সন্ত্রাসী লম্বা মিজানের বাসায় অভিযান চালায়। তল্লাশিকালে তার ঘর থেকে তিনটি পিস্তল, বিভিন্ন মডেলের নয় রাউন্ড তাজা গুলি, চার রাউন্ড পিস্তল বল, দুটি দেশীয় অস্ত্র এবং ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। অভিযানে টেকনাফ থানার পুলিশ সদস্যরাও অংশ নেন।
উদ্ধারকৃত অস্ত্র, গোলাবারুদ ও মাদকদ্রব্য পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।