মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ১৫ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

রাজধানী

দীর্ঘ দেড় যুগ পর দেশে ফিরলেন তারেক রহমান

ছবি: সংগৃহিত

দীর্ঘ প্রায় দেড় যুগ পর সপরিবারে দেশের মাটিতে পা রাখলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বেলা ১১টা ৪০ মিনিটের দিকে তাকে বহনকারী বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের একটি ফ্লাইট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বিমানবন্দরে তারেক রহমানকে স্বাগত জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলের স্থায়ী কমিটির সদস্যরা। এ সময় বিএনপির শীর্ষ নেতাদের মধ্যে আবেগঘন পরিবেশ লক্ষ্য করা যায়।

দীর্ঘদিন প্রবাসে অবস্থানের পর তারেক রহমানের এই প্রত্যাবর্তনকে বিএনপি নেতাকর্মীরা ঐতিহাসিক মুহূর্ত হিসেবে দেখছেন। দলীয় সূত্রগুলো জানিয়েছে, তার দেশে ফেরা ঘিরে সারাদেশে বিএনপি নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা বিরাজ করছে।

তারেক রহমানের এই প্রত্যাবর্তন বাংলাদেশের রাজনীতিতে নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

ক্যাটাগরি