মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ১৫ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

অর্থনীতি

ডিসেম্বরের প্রথম ২৭ দিনে দেশে এলো ২৭৫ কোটি ডলারের বেশি রেমিট্যান্স

২৭ দিনে এল ৩৩ হাজার কোটি টাকার বেশি রেমিট্যান্স

চলতি বছরের ডিসেম্বর মাসের প্রথম ২৭ দিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ২৭৫ কোটি ১৯ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৩৩ হাজার ৫৭৪ কোটি টাকার বেশি। প্রতিদিন গড়ে দেশে এসেছে প্রায় ১০ কোটি ১৯ লাখ ডলার রেমিট্যান্স।

রোববার (২৮ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, ডিসেম্বরের এই সময়ে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৪৬ কোটি ৩৫ লাখ ডলার এবং বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ২৯ কোটি ডলার।

একই সময়ে বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে দেশে এসেছে সর্বাধিক ১৯৯ কোটি ২২ লাখ ডলার রেমিট্যান্স। পাশাপাশি বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে মাত্র ৫৯ লাখ ডলার।

বাংলাদেশ ব্যাংক জানায়, ডিসেম্বরের প্রথম ২৭ দিনে সাতটি ব্যাংকের মাধ্যমে কোনো রেমিট্যান্স আসেনি। এসব ব্যাংকের মধ্যে রয়েছে একটি বিশেষায়িত ব্যাংক, দুটি বেসরকারি ব্যাংক এবং চারটি বিদেশি ব্যাংক। ব্যাংকগুলো হলো—রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, আইসিবি ইসলামী ব্যাংক, পদ্মা ব্যাংক পিএলসি, আল ফালাহ ব্যাংক, হাবিব ব্যাংক, ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান ও স্টেট ব্যাংক অব ইন্ডিয়া।

উল্লেখ্য, এর আগে চলতি অর্থবছরের নভেম্বর মাসে দেশে সর্বোচ্চ ২৮৮ কোটি ৯৫ লাখ ২০ হাজার ডলার রেমিট্যান্স পাঠিয়েছিলেন প্রবাসীরা। সে মাসে প্রতিদিন গড়ে দেশে এসেছে প্রায় ৯ কোটি ৬৩ লাখ ডলার রেমিট্যান্স।

ডিসেম্বর মাসের শেষ দিকে আরও কয়েক দিন বাকি থাকায় মাস শেষে রেমিট্যান্সের অঙ্ক আরও বাড়তে পারে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

ক্যাটাগরি