রাষ্ট্রীয় মর্যাদায় বুধবার খালেদা জিয়ার জানাজা ও দাফন
সংবাদ:
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জানাজা আগামীকাল বুধবার (৩১ ডিসেম্বর) বাদ জোহর জাতীয় সংসদ ভবন মাঠ ও মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাকে তার স্বামী সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের পাশে দাফন করা হবে।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) এক বার্তায় অন্তর্বর্তী সরকার জানায়, খালেদা জিয়ার জানাজা ও দাফন রাষ্ট্রীয়ভাবে সম্পন্ন করার জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। জোহরের নামাজ শেষে বেলা দুইটায় রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা অনুষ্ঠিত হবে।
জানাজা শেষে সংসদ ভবন এলাকাসংলগ্ন জিয়া উদ্যানে বিকেল আনুমানিক সাড়ে তিনটার দিকে তার দাফন সম্পন্ন করা হবে। অন্তর্বর্তী সরকারের প্রেস উইং জানায়, রাষ্ট্রীয়ভাবে আনুষ্ঠানিক দাফন সম্পন্ন হবে এবং নিরাপত্তাজনিত কারণে সাধারণ জনগণের প্রবেশ সীমিত থাকবে। কোনো ব্যাগ বা ভারী সামগ্রী বহন নিষিদ্ধ করা হয়েছে।
এদিকে, মঙ্গলবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে স্থায়ী কমিটির বৈঠক শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, বেগম খালেদা জিয়ার জানাজার নামাজ পড়াবেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আব্দুল মালেক।