জুনিয়র হকি বিশ্বকাপে অস্ট্রিয়াকে হারিয়ে জয়ের উল্লাসে বাংলাদেশ
ভারতের তামিলনাড়ুতে চলমান জুনিয়র হকি বিশ্বকাপে ১৭তম স্থান নির্ধারণী ম্যাচে বাংলাদেশ ৫-৪ গোলে অস্ট্রিয়াকে হারিয়েছে। এই জয়ের পাশাপাশি বাংলাদেশ চ্যালেঞ্জার্স কাপ শিরোপাও জিতেছে।
ম্যাচের শুরুতেই গোল করেন আমিরুল ইসলাম। পরবর্তী সময়ে হ্যাটট্রিক সম্পন্ন করে দলের জয় নিশ্চিত করেন তিনি। দ্বিতীয় কোয়ার্টারে হোজাইফা হোসেন পেনাল্টি কর্নার থেকে গোল করেন এবং তৃতীয় কোয়ার্টারে রাকিবুল হাসানের গোল বাংলাদেশের নিয়ন্ত্রণ আরও শক্ত করে। চতুর্থ কোয়ার্টারে আমিরুল ইসলাম পেনাল্টি স্ট্রোক থেকে দুটি গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন। শেষ দিকে অস্ট্রিয়া দুইটি গোল পেলেও বাংলাদেশের জয় ঠেকানো সম্ভব হয়নি।
বাংলাদেশ দল পুল পর্বে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫-৩, দক্ষিণ কোরিয়ার সঙ্গে ৩-৩ ড্র এবং ফ্রান্সের কাছে ৩-২ পরাজয় সহ তিন জয় এবং এক ড্র নিয়ে বিশ্বকাপ শেষ করেছে। স্থান নির্ধারণী পর্বে তারা ওমানকে ১৩-০ এবং দক্ষিণ কোরিয়াকে ৫-৩ গোলে হারিয়ে আসর সমাপ্ত করেছে।
এই বিশ্বকাপে ছয় ম্যাচে বাংলাদেশ ১৮ গোল করেছে এবং পাঁচটি হ্যাটট্রিক করেছেন আমিরুল ইসলাম। তার ব্যক্তিগত নৈপুণ্য দলকে জয়ের আনন্দ উপহার দিয়েছে।