মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ১৫ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

খেলাধুলা

আইপিএল নিলামের চূড়ান্ত তালিকায় নেই সাকিব, আছেন বাংলাদেশের ৭ ক্রিকেটার

ছবি: সংগৃহিত

আসন্ন আইপিএল নিলামের জন্য ঘোষিত ৩৫০ জনের চূড়ান্ত সংক্ষিপ্ত তালিকায় জায়গা হয়নি বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের। ১ কোটি রুপি ভিত্তিমূল্যে নাম নিবন্ধন করলেও শেষ পর্যন্ত তালিকা থেকে বাদ পড়েছেন তিনি। তবে সাকিব না থাকলেও চূড়ান্ত তালিকায় জায়গা করে নিয়েছেন বাংলাদেশের আরও সাত ক্রিকেটার।

তালিকায় বাংলাদেশের সবচেয়ে বড় আকর্ষণ মুস্তাফিজুর রহমান। ‘কাটার মাস্টার’ নামে পরিচিত এ বাঁহাতি পেসার রয়েছেন সর্বোচ্চ ২ কোটি রুপি ভিত্তিমূল্যের ক্যাটাগরিতে। বর্তমানে আইএল টি–টোয়েন্টিতে দুবাই ক্যাপিটালসের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স তার দর বাড়ানোর সম্ভাবনা উজ্জ্বল করেছে।

এ ছাড়া ৭৫ লাখ রুপি ভিত্তিমূল্যে তালিকায় আছেন আরও পাঁচ ক্রিকেটার—তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, নাহিদ রানা এবং লেগ স্পিনার রিশাদ হোসেন।

বাংলাদেশের সপ্তম প্রতিনিধি রাকিবুল হাসান। এখনো জাতীয় দলে অভিষেক না হলেও তিনি চূড়ান্ত তালিকায় জায়গা পেয়েছেন ৩০ লাখ রুপি ভিত্তিমূল্যে।

আইপিএল নিলামে সাকিবের অনুপস্থিতি ভক্তদের হতাশ করলেও অন্যান্য বাংলাদেশি ক্রিকেটারদের উপস্থিতি এবারের আসরে বাড়তি আগ্রহ যোগ করেছে।

ক্যাটাগরি