মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ১৫ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

খেলাধুলা

সানি লিওনের ছবি পোস্ট করে সমালোচনার মুখে অশ্বিন

ভারতের কিংবদন্তি স্পিনার রবিচন্দ্রন অশ্বিন মাঠের বাইরে থেকেও নিজের রসবোধ ও বিশ্লেষণ দিয়ে প্রায়ই আলোচনায় থাকেন। এবার তিনি আলোচনায় এসেছেন সামাজিক মাধ্যম এক্সে অভিনেত্রী সানি লিওনের একটি ছবি শেয়ার করায়। অশ্বিনের এই ব্যতিক্রমী পোস্ট দেখে ভারতীয়দের মাঝে তৈরি হয় মজার আলোড়ন।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) তিনি দুটি ছবি কোলাজ করে পোস্ট করেন, এক পাশে সানি লিওন, অন্য পাশে চেন্নাইয়ের সাধু স্ট্রিট। প্রথম দেখায় বিভ্রান্তি তৈরি হলেও তার অনুসারীরা দ্রুত বুঝতে পারেন, পোস্টটি আসলে তামিলনাড়ুর তরুণ অলরাউন্ডার সানি সাধুকে উদ্দেশ্য করে করা। সানি লিওনের নামের ‘সানি’ আর ‘সাধু’ স্ট্রিট মিলিয়ে ‘সানি সাধু’ এমন মজার ইঙ্গিতই দিতে চেয়েছেন অশ্বিন।

২২ বছর বয়সী সানি সাধু সম্প্রতি সৈয়দ মুশতাক আলি টি-টোয়েন্টি ট্রফিতে অভিষেকের পরই আলোচনায় আসেন। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে সৌরাষ্ট্রের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে তিনি ৯ বলে ঝোড়ো ৩০ রান করে তামিলনাড়ুকে জয়ে সাহায্য করেন। সাই সুদর্শনের সঙ্গে তার ৩৭ রানের দ্রুত জুটি ম্যাচে বড় ভূমিকা রাখে।

ক্রিকেটবিশ্লেষকদের মতে, অশ্বিনের এই রসাত্মক পোস্টের উদ্দেশ্য তরুণ প্রতিভাকে উৎসাহ দেওয়া। আসন্ন আইপিএল ২০২৬ মিনি নিলামের জন্য ইতোমধ্যে নাম নিবন্ধন করেছেন সানি সাধু। অশ্বিনের কারণে আলোচনায় আসায় তাকে দলে নেওয়ার বিষয়ে একাধিক ফ্র্যাঞ্চাইজি আরও আগ্রহী হতে পারে। নিলামে তার ভিত্তিমূল্য নির্ধারিত হয়েছে ৩০ লাখ রুপি।

অন্যদিকে সৈয়দ মুশতাক আলি টি-টোয়েন্টির লিগ পর্ব শেষ হয়েছে সোমবার। সুপার লিগে গ্রুপ ‘এ’ থেকে মুম্বাই ও অন্ধ্র, ‘বি’ থেকে হায়দরাবাদ ও মধ্যপ্রদেশ, ‘সি’ থেকে পাঞ্জাব ও হরিয়ানা এবং ‘ডি’ থেকে রাজস্থান ও ঝাড়খণ্ড জায়গা করে নিয়েছে। সুপার লিগে দুটি গ্রুপে ভাগ হয়ে দলগুলো প্রতিদ্বন্দ্বিতা করবে, আর প্রতিটি গ্রুপের শীর্ষ দল ১৮ ডিসেম্বর পুনেতে ফাইনালে মুখোমুখি হবে।

ক্যাটাগরি