মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ১৫ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

রাজধানী

খালেদা জিয়ার অবস্থা আগের চেয়ে স্থিতিশীল, চিকিৎসায় রেসপন্স করছেন: ডা. জাহিদ

ছবি: সংগৃহিত

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া চিকিৎসা গ্রহণ করতে পারছেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক এবং মেডিকেল বোর্ডের সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। বুধবার রাতে এভার কেয়ার হাসপাতালের সামনে প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

ডা. জাহিদ হোসেন জানান, খালেদা জিয়ার বিদেশে নেওয়ার বিষয়ে গত শুক্রবারই মেডিকেল বোর্ড সিদ্ধান্ত নিয়েছিল। তবে এয়ার অ্যাম্বুলেন্সের কারিগরি ত্রুটি এবং একইসঙ্গে সেই মুহূর্তে খালেদা জিয়ার শারীরিক অবস্থা ফ্লাই করার উপযোগী না থাকা,এই দুটি কারণে তাকে বিদেশে স্থানান্তর করা সম্ভব হয়নি।

তিনি বলেন, দেশি-বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড সার্বক্ষণিক পরামর্শ দিচ্ছেন, আর স্থানীয় চিকিৎসকরা সেই পরামর্শ অনুযায়ী চিকিৎসা দিচ্ছেন। লক্ষ্য একটাই,বিশ্বমানের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করা।

চিকিৎসার অগ্রগতি নিয়ে তিনি বলেন,“উনি চিকিৎসা নিতে পারছেন, ডাক্তারদের দেওয়া চিকিৎসায় সাড়া দিচ্ছেন এবং আমরা অত্যন্ত আশাবাদী,উনার সুচিকিৎসা নিশ্চিত করা যাবে।”

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া বিভিন্ন গুজব প্রসঙ্গে তিনি অনুরোধ করে বলেন,আইসিইউতে চলমান চিকিৎসা নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো থেকে বিরত থাকতে হবে। খালেদা জিয়া সংকটাপন্ন রোগীর জন্য প্রয়োজনীয় সব ধরনের সর্বোচ্চ চিকিৎসার মধ্যেই আছেন।

শেষে তিনি আশ্বস্ত করে বলেন,“আগের মতোই তিনি চিকিৎসা নিতে পারছেন এবং চিকিৎসায় রেসপন্স করছেন।”

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে হৃদ্‌রোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস এবং কিডনিসহ নানা জটিল রোগে ভুগছেন ৮০ বছর বয়সী খালেদা জিয়া। গত ২৩ নভেম্বর শ্বাসকষ্ট বেড়ে গেলে তাকে দ্রুত এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। দেশি-বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে এখনো তার চিকিৎসা চলছে।

ক্যাটাগরি