মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ১৫ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

জাতীয়

কক্সবাজারে দু’দিনের সফরে আসছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার

ছবি: সংগৃহিত

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার আগামী রোববার দুই দিনের সফরে কক্সবাজারে আসছেন। সফরসূচি অনুযায়ী, রোববার বিকেলে আকাশপথে কক্সবাজারে পৌঁছে তিনি শহরের কলাতলীতে অবস্থিত গ্রীন হাউজ মেরি কালচার কার্যক্রম পরিদর্শন করবেন।

পরদিন সোমবার সকালে তিনি চকরিয়ার রামপুরায় মৎস্য অধিদপ্তরের সরকারি চিংড়ি এস্টেট এবং সাসটেইনেবল কোস্টাল অ্যান্ড মেরিন ফিশারিজ প্রকল্পের আওতায় এস্টেটে চলমান অবকাঠামো উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করবেন। এরপর প্রজেক্ট অফিস চত্বরে চিংড়ি চাষিদের সঙ্গে মতবিনিময় করবেন।

সোমবার বিকেলে তিনি আকাশপথে কক্সবাজার থেকে ঢাকায় ফিরবেন বলে মন্ত্রণালয়ের যুগ্মসচিব ড. আবু নঈম মোহাম্মদ আব্দুছ ছবুর স্বাক্ষরিত সফরসূচিতে জানানো হয়েছে।

ক্যাটাগরি