টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ৪০ লাখ টাকার ইয়াবা জব্দ
টেকনাফে বাংলাদেশ কোস্ট গার্ডের অভিযানে প্রায় ৪০ লাখ টাকা মূল্যের ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার (রাত ১১টা) কোস্ট গার্ড স্টেশন টেকনাফের একটি দল হাবিরছড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে পরিত্যক্ত অবস্থায় ৮ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
তিনি বলেন, অভিযানের সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে মাদককারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
জব্দকৃত ইয়াবার বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান কোস্ট গার্ডের এই কর্মকর্তা।