মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ১৫ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

উখিয়া

উখিয়ায় কাভার্ড ভ্যানের চাকায় পিষ্ট হয়ে ৬ বছর বয়সী শিশুর মৃত্যু

কক্সবাজার-টেকনাফ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ আরিফ উল্লাহ নামে মাত্র ছয় বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১৭ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের গয়ালমারা পল্লী বিদ্যুৎ সাব-সেন্টারের সামনে এই হৃদয়বিদারক দুর্ঘটনাটি ঘটে।

নিহত আরিফ উখিয়ার পালংখালী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের গয়ালমারা এলাকার বাসিন্দা বেলাল উদ্দিনের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ১১টার দিকে আরিফ গয়ালমারা চাচার বাড়ি থেকে শফিউল্লাহ কাটাস্থ নিজের বাড়িতে ফেরার পথে সড়ক পার হচ্ছিল। ঠিক সেই সময় দ্রুতগতিতে আসা শাহ সিমেন্ট কোম্পানির সিমেন্ট বোঝাই একটি কাভার্ড ভ্যান শিশুটিকে ধাক্কা দেয়। প্রচণ্ড আঘাতে ভ্যানটির পেছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনায় শিশুটির মাথায় গুরুতর আঘাত লাগে।

খবরটি মুহূর্তেই এলাকায় ছড়িয়ে পড়লে গয়ালমারা ও আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে আসে। শিশু আরিফের আকস্মিক মৃত্যুতে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পুরো পরিবেশ।

উখিয়া শাহপরী হাইওয়ে থানার ইনচার্জ সাইফুল ইসলাম জানান, সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। নিহত শিশুর পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

পুলিশ জানায়, দুর্ঘটনাকবলিত শাহ সিমেন্ট কোম্পানির কাভার্ড ভ্যানটির নম্বর ঢাকা মেট্রো-উ ১২-২৮৮০। গাড়িটি জব্দ করা হলেও দুর্ঘটনার পরপরই চালক পালিয়ে যাওয়ায় তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। চালককে আটক করতে অভিযান চলছে।

ক্যাটাগরি