মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ১৫ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

উখিয়া

উখিয়ায় ঘুষিতে খুনের ঘটনায় প্রধান আসামি গ্রেফতার

ছবি: সংগৃহিত

উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের আলোচিত সৈয়দ হোসাইন হত্যা মামলার প্রধান আসামি সাইফুল ইসলাম রিফাত (২০) কে গ্রেফতার করেছে র‌্যাব।র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক আ. ম. ফারুক বিষয়টি নিশ্চিত করেন।

জানা যায়, গত ২৩ ডিসেম্বর বিকেলে জালিয়াপালং ইউনিয়নের দীঘির বিল এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দা সৈয়দ হোসাইন (৫৫) তার বাড়ির পাশের একটি দোকানে একই এলাকার সাইফুল ইসলাম রিফাতকে নাতি সম্বোধন করে দুষ্টুমি করে চা খাওয়াতে বলেন। এতে ক্ষুব্ধ হয়ে রিফাত হঠাৎ উত্তেজিত হয়ে সৈয়দ হোসাইনকে একাধিক ঘুষি মারেন।

ঘুষির আঘাতে গুরুতর আহত হয়ে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন সৈয়দ হোসাইন। পরে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।এ ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে ২৪ ডিসেম্বর উখিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

এরপর গোয়েন্দা নজরদারি ও তথ্যপ্রযুক্তির সহায়তায় র‌্যাব-১৫ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে হাজিরপাড়া এলাকা থেকে প্রধান আসামি সাইফুল ইসলাম রিফাতকে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত সাইফুল ইসলাম রিফাত জালিয়াপালং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের দীঘির বিল এলাকার বাসিন্দা। তিনি নুরুল ইসলামের পুত্র।

র‌্যাব জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

ক্যাটাগরি