মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ১৫ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

বিনোদন

দীপিকার পাশে দাঁড়ালেন কিয়ারা আদভানি

দক্ষিণী ও বলিউড ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী কিয়ারা আদভানি মা হওয়ার পর কর্মজীবন, মানসিক স্বাস্থ্য ও কাজের সময় নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন। নতুন মায়েদের জন্য দিনে আট ঘণ্টা কাজের দাবিতে বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের অবস্থানকে সমর্থন জানিয়ে কিয়ারা বলেছেন, অতিরিক্ত কাজের চাপ বা ‘বার্নআউট’ কোনো শিল্পেই কারও জন্য ইতিবাচক ফল বয়ে আনে না।

পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত ও প্রভাস অভিনীত সিনেমা ‘স্পিরিট’ থেকে দীপিকা পাড়ুকোনের সরে দাঁড়ানো এবং ‘কাল্কি ২৮৯৮ এডি’–এর সিকুয়েল নিয়ে আলোচনার প্রেক্ষাপটেই এই বিতর্ক নতুন করে সামনে আসে। সেই ধারাবাহিকতায় কিয়ারা আদভানির মন্তব্য শিল্পজুড়ে আলোচনার জন্ম দিয়েছে।

গত জুলাইয়ে অভিনেত্রী কিয়ারা আদভানি ও সিদ্ধার্থ মালহোত্রা দম্পতি কন্যাসন্তান সারায়াহর বাবা-মা হন। মা হওয়ার পর প্রথম দেওয়া সাক্ষাৎকারে কিয়ারা বলেন, মাতৃত্ব এমন এক অভিজ্ঞতা, যার সঙ্গে কোনো কিছুর তুলনা চলে না। তিনি জানান, জীবনের এই গুরুত্বপূর্ণ অধ্যায়টি এখন উপভোগ করছেন এবং নিজের শরীর ও মানসিক সুস্থতাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন।

ভোগ ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, মানসিক সুস্থতার ভিত্তি দাঁড়িয়ে আছে তিনটি বিষয়ের ওপর—মর্যাদা, ভারসাম্য ও সম্মান। তার মতে, দীর্ঘ সময় কাজের চাপ শেষ পর্যন্ত শিল্পীকে ক্লান্ত করে তোলে, যা সৃজনশীলতার জন্য ক্ষতিকর।

ক্লান্তি ও মানসিক চাপ কাটানোর সবচেয়ে সহজ উপায় জানতে চাইলে কিয়ারা হাসতে হাসতে বলেন, ঘুমের মধ্যে তার কন্যা সারায়াহর খিলখিল হাসির শব্দই তার সব ক্লান্তি দূর করে দেয়।

কিয়ারা আদভানিকে সবশেষ দেখা গেছে ‘ওয়ার ২’ সিনেমায়, যেখানে তার সহশিল্পী ছিলেন হৃতিক রোশন ও জুনিয়র এনটিআর। সামনে তিনি অভিনয় করবেন প্যান–ইন্ডিয়ান সিনেমা ‘টক্সিক: আ ফেয়ারি টেল ফর গ্রোন–আপস’-এ, যেখানে তার সঙ্গে থাকবেন যশ ও নয়নতারা।

উল্লেখ্য, দীপিকা পাড়ুকোন গত বছরের সেপ্টেম্বরে মা হওয়ার পর চলচ্চিত্রশিল্পে নতুন মায়েদের জন্য দিনে আট ঘণ্টা কাজের শিফট চালুর পক্ষে কথা বলেন। তিনি বলেন, বহু পুরুষ সুপারস্টার বছরের পর বছর ধরে সীমিত সময় কাজ করলেও তা কখনো আলোচনার বিষয় হয়নি। কিয়ারার সমর্থনে সেই দাবিই আরও জোরালো হলো বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ক্যাটাগরি