আমিও প্রস্তুত আছি: পরীমণি
দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আবার শুরু হচ্ছে ব্রিটিশবিরোধী আন্দোলনের বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের জীবনীনির্ভর সিনেমা ‘প্রীতিলতা’-এর কাজ। চিত্রনায়িকা পরীমণি অভিনীত সিনেমাটির বাকি অংশের শুটিং আগামী বছরের এপ্রিল থেকে শুরু করার পরিকল্পনা করেছেন নির্মাতা রাশিদ পলাশ।
সম্প্রতি সামাজিক মাধ্যমে পরীমণির সঙ্গে একটি ছবি শেয়ার করে নির্মাতা জানান, “এবার প্রীতিলতাও শেষ হবে ইনশাআল্লাহ ২০২৬।” এর জবাবে পরীমণি মন্তব্য করেন, “আমিও প্রস্তুত আছি।” এতে স্পষ্ট হয়েছে, সব জটিলতা কাটিয়ে নতুন বছরে আবার ক্যামেরার সামনে দাঁড়াতে যাচ্ছেন পরীমণি।
নির্মাতা সূত্রে জানা যায়, ২০২০ সালের শেষ দিকে সিনেমাটির কাজ শুরু হয়ে প্রায় ৩০ শতাংশ শুটিং সম্পন্ন হয়েছিল। পরবর্তীতে পরীমণির মাতৃত্বকালীন বিরতিসহ নানা কারণে শুটিং বন্ধ থাকে। সবকিছু ঠিক থাকলে আগামী এপ্রিলে চট্টগ্রামের বিভিন্ন লোকেশনে সিনেমার বাকি অংশের শুটিং শুরু হবে।
উল্লেখ্য, ২০২০ সালে প্রীতিলতা ওয়াদ্দেদারকে নিয়ে দুটি আলাদা সিনেমার কাজ শুরু হয়। এর মধ্যে প্রদীপ ঘোষের ‘বীরকন্যা প্রীতিলতা’ ২০২৩ সালে মুক্তি পেলেও রাশিদ পলাশ পরিচালিত সিনেমাটি মাঝপথে আটকে যায়।