খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় উখিয়া প্রেসক্লাবে দোয়া মাহফিল অনুষ্ঠিত
সাবেক প্রধানমন্ত্রী, গণতন্ত্রের আপোষহীন নেত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করে উখিয়ায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২ ডিসেম্বর) উখিয়া প্রেসক্লাবের উদ্যোগে আয়োজিত এ দোয়া মাহফিল প্রেসক্লাব হলরুমে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের অন্তর্বর্তীকালীন কমিটির সদস্য সচিব ফারুক আহমদ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন অন্তর্বর্তীকালীন কমিটির সদস্য শফিক আজদ। দোয়া মাহফিলে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও অন্তর্বর্তীকালীন কমিটির সদস্য হুমায়ুন কবির জুশান, সদস্য আব্দুল লতিফ বাচ্চু, কাজি হুমায়ুন কবির বাচ্চু, ওবায়দুল হক চৌধুরী আবু এবং হাসেম শিকদার জিসান।
বক্তারা বলেন, জাতীয় রাজনৈতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ এই নেত্রী দ্রুত আরোগ্য লাভ করলে দেশের জন্য তা স্বস্তির বার্তা বয়ে আনবে। দেশের মানুষ তার সুস্থতার জন্য আন্তরিক প্রার্থনা করছেন। বক্তারা আশা প্রকাশ করেন, আল্লাহর রহমতে তিনি খুব দ্রুত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসবেন।
দোয়া মাহফিল শেষে বিশেষ মোনাজাত পরিচালনা করেন উখিয়া উপজেলার ইমাম সমিতির সাধারণ সম্পাদক মাওলানা জাফর আলম। তিনি দেশ, জাতি এবং অসুস্থ খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া করেন। মোনাজাতের সময় পুরো পরিবেশ নীরব হয়ে ওঠে, উপস্থিত সবাই হাত তুলে তাঁর আরোগ্য কামনায় প্রার্থনায় অংশ নেন।