মহেশখালীতে নমিনেশন আনন্দের মধ্যেই স্ট্রোকে মৃত্যু বিএনপি নেতা ফরিদুল আলমের
কক্সবাজার-২ (মহেশখালী–কুতুবদিয়া) আসনে বিএনপির প্রার্থী হিসেবে সাবেক এমপি আলমগীর মোহাম্মদ মাহফুজউল্লাহ ফরিদের নাম নিশ্চিত হওয়ার খবর ছড়িয়ে পড়ার পরপরই মৃত্যু হয়েছে কালারমারছড়া ইউনিয়ন বিএনপির নেতা ফরিদুল আলম ফরিদের। পরিবার ও স্থানীয় নেতাদের দাবি, প্রার্থিতা নিশ্চিত হওয়ার খবর শুনেই তীব্র উচ্ছ্বাসে প্রতিক্রিয়া দেখান তিনি। ঠিক সেই মুহূর্তেই স্ট্রোক করে তার মৃত্যু হয়।
পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যার পর কয়েকজন দলীয় নেতা ফরিদকে আলমগীর ফরিদের মনোনয়ন নিশ্চিত হওয়ার খবরটি জানান। খবর শোনামাত্রই উল্লাসে চিৎকার করে ওঠেন এবং লাফ দেন ফরিদ। পরের মুহূর্তেই অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি।
তৎক্ষণাৎ তাকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় বিএনপি নেতারা জানান, ফরিদ ছিলেন দলের নিবেদিতপ্রাণ কর্মী। দীর্ঘদিন ধরে তিনি কালারমারছড়া ইউনিয়ন বিএনপির বিভিন্ন আন্দোলন–সংগঠনে সক্রিয়ভাবে নেতৃত্ব দিয়ে আসছিলেন। বিশেষ করে আসন্ন নির্বাচনে আলমগীর ফরিদের প্রার্থীতা নিয়ে তিনি ছিলেন অত্যন্ত উৎসাহী।
তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দলীয় নেতাকর্মীরা মরদেহ দেখতে ও পরিবারের প্রতি সমবেদনা জানাতে তার বাড়িতে ভিড় করছেন। তাদের ভাষ্য, ফরিদের মৃত্যু শুধু পরিবার নয়, ইউনিয়ন বিএনপির জন্যও বড় ক্ষতি।