মহেশখালী জেটিঘাট এলাকায় মোটরসাইকেল পার্কিং নিষিদ্ধ, উপজেলা প্রশাসনের অভিযান
মহেশখালী জেটিঘাট এলাকায় যানজট ও বিশৃঙ্খলা এড়াতে এবং পর্যটক ও স্থানীয়দের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে মোটরসাইকেল পার্কিং সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকালে মহেশখালী উপজেলা প্রশাসনের উদ্যোগে জেটিঘাট এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে অবৈধভাবে পার্ক করা মোটরসাইকেল জব্দ করেন মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান মাহমুদ ডালিম। তিনি উপস্থিত থেকে জানান, জেটিঘাট এলাকায় অনিয়ন্ত্রিত পার্কিংয়ের কারণে নৌযাত্রী, পর্যটক এবং স্থানীয়দের চলাচলে দীর্ঘদিন ধরে দুর্ভোগ তৈরি হচ্ছিল।
অভিযানকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবু জাফর মজুমদার, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ সংশ্লিষ্ট দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসন জানিয়েছে, জেটিঘাট এলাকা শৃঙ্খলায় আনতে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।