মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ১৫ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

শিক্ষা

ভর্তি প্রস্তুতিতে স্বস্তি: সময় বাড়ল মেডিকেল–ডেন্টাল পরীক্ষায়

ছবি: সংগৃহীত

চলতি ২০২৫-২৬ শিক্ষাবর্ষের মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষার সময় ১৫ মিনিট বাড়ানো হয়েছে। এবার পরীক্ষার্থীরা ১ ঘণ্টার পরিবর্তে ১ ঘণ্টা ১৫ মিনিট সময় পাবেন। মঙ্গলবার (৯ ডিসেম্বর) স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপ-প্রধান তথ্য কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হাসানের পাঠানো বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

এমবিবিএস ও বিডিএস কোর্সের ভর্তি পরীক্ষা আগামী ১২ ডিসেম্বর সকাল ১০টায় দেশের ১৭টি কেন্দ্র ও ৪৯টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে। পরীক্ষার্থীদের সকাল ৮টা থেকে সাড়ে ৯টার মধ্যে অবশ্যই পরীক্ষার হলে প্রবেশ করতে হবে। ৯টা ৩০ মিনিটের পর প্রবেশপথ বন্ধ হয়ে যাবে। পরীক্ষার্থীদের একটি স্বচ্ছ ব্যাগে রঙিন প্রবেশপত্র, কালো কালির স্বচ্ছ বলপয়েন্ট কলম ও এইচএসসি বা সমমানের প্রবেশপত্র/রেজিস্ট্রেশন কার্ড সঙ্গে আনতে হবে। মোবাইলফোন, ক্যালকুলেটর, ঘড়ি ও যেকোনো ইলেকট্রনিক ডিভাইসসহ অন্যান্য নিষিদ্ধ সামগ্রী পরীক্ষাকেন্দ্রে সম্পূর্ণ নিষিদ্ধ। লিখিত পরীক্ষায় প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা হবে।

এ বছর সরকারি মেডিকেল কলেজে এমবিবিএস ৫ হাজার ১০০ এবং বিডিএস ৫৪৫সহ মোট ৫ হাজার ৬৪৫টি আসন রয়েছে। বেসরকারি মেডিকেলে এমবিবিএস ৬ হাজার ১টি এবং বিডিএস ১ হাজার ৪০৫টি আসন মিলিয়ে মোট আসন ৭ হাজার ৪০৬টি। ফলে সারাদেশে এমবিবিএসে মোট আসন দাঁড়িয়েছে ১১ হাজার ১০১ এবং বিডিএসে ১ হাজার ৯৫০টি।

ক্যাটাগরি