সেন্টমার্টিন উপকূলে নৌবাহিনীর অভিযানে ১৫০০ বস্তা সিমেন্টসহ ২২ পাচারকারী আটক
সেন্টমার্টিন দ্বীপের লাগোয়া বঙ্গোপসাগর থেকে ১৫০০ বস্তা সিমেন্ট বোঝাই দুটি ইঞ্জিনচালিত বোটসহ ২২ জন পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী।
মঙ্গলবার দিবাগত রাতে নিয়মিত টহল চলাকালে নৌবাহিনীর জাহাজ ‘প্রত্যাশা’ গভীর সমুদ্রে দুটি সন্দেহজনক কাঠের বোট শনাক্ত করে। নৌবাহিনী কাছে গেলে বোট দুটি দ্রুত পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া করে ‘খাজা গরিব-ই-নেওয়াজ-৬’ এবং ‘মা বাবার দোয়া-১০’ নামক বোট দুটিকে আটক করা হয়।
বোট দুটিতে থাকা ১৫০০ বস্তা সিমেন্ট জব্দ করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সিমেন্টগুলো চোরাই পথে বিদেশে পাচারের উদ্দেশ্যে নেওয়া হচ্ছিল।
আটক ২২ জন চোরাকারবারীকে দুই বোট ও জব্দকৃত সিমেন্টসহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করেছে নৌবাহিনী।