মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ১৫ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

সেন্টমার্টিন

সেন্টমার্টিনের কাছে আরাকান আর্মির হাতে আবারও ৯ বাংলাদেশি জেলে আটক

ছবি: সংগৃহিত

সেন্টমার্টিন দ্বীপের অদূরে বাংলাদেশ–মিয়ানমার জলসীমা থেকে আবারও ৯ জন বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি। এ সময় দুটি ইঞ্জিনচালিত মাছ ধরার নৌকাও জব্দ করা হয়।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে সেন্টমার্টিন দ্বীপের প্রায় ২ কিলোমিটার পূর্বে মাছ শিকারের সময় এ ঘটনা ঘটে বলে স্থানীয় জেলেরা জানিয়েছেন।

জানা গেছে, শাহপরীরদ্বীপ পশ্চিম বোট ঘাট থেকে বুধবার দিবাগত রাত ৩টার দিকে রাশেদ ও আব্দুল্লাহ নামে শাহপরীরদ্বীপ ডাঙ্গরপাড়া এলাকার দুই ব্যক্তির মালিকানাধীন দুটি ইঞ্জিনচালিত নৌকা সাগরে মাছ ধরতে যায়। মাছ ধরার একপর্যায়ে স্পিডবোটযোগে আসা আরাকান আর্মির সদস্যরা অস্ত্রের মুখে জেলেদের জিম্মি করে নৌকাসহ তাদের ধরে নিয়ে যায়।

এই ঘটনায় আটক জেলেদের পরিবারে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে। পরিবারের সদস্যরা দ্রুত তাদের নিরাপদে ফেরাতে সরকারের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

স্থানীয়দের দাবি, এ নিয়ে এখন পর্যন্ত প্রায় ২০০ জন বাংলাদেশি জেলে আরাকান আর্মির হাতে বন্দি রয়েছেন, যা উপকূলীয় জেলেদের জীবনে মারাত্মক আতঙ্ক সৃষ্টি করেছে।

ক্যাটাগরি