চকরিয়ায় পানিভর্তি গর্তে পড়ে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু
দুপুরের খেলাধুলা মুহূর্তেই পরিণত হলো শোকের কান্নায়। কক্সবাজারের চকরিয়া উপজেলার সাহারবিল ইউনিয়নের দক্ষিণপাড়ায় বাড়ির পেছনে মাটি কাটার ফলে সৃষ্ট পানিভর্তি একটি গর্তে পড়ে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে আবদুল মাবুদের শিশু সন্তান নোমান ও তার প্রতিবেশী বেলাল উদ্দিনের শিশুকন্যা জন্নাতুল ফেরদৌস ওই গর্তে পড়ে প্রাণ হারায়। নিহত দুই শিশু একই পাড়ার বাসিন্দা ও খেলাধুলার সঙ্গী ছিল।
নিহত নোমানের দাদা নুরুছ ছফা কান্নাজড়িত কণ্ঠে বলেন, কয়েকদিন আগে বাড়ির পেছনে মাটি কাটা হয়েছিল। তখন বুঝিনি এই গর্ত এমন ভয়াবহ পরিণতি ডেকে আনবে। আজ সেই গর্তই আমাদের সবকিছু কেড়ে নিল।
স্থানীয়রা জানান, দুপুরে শিশু দুটি গর্তের পাশে খেলছিল। একপর্যায়ে অসাবধানতাবশত তারা পানিভর্তি গর্তে পড়ে যায়। আশপাশে কেউ বিষয়টি টের না পাওয়ায় মুহূর্তের মধ্যেই তারা ডুবে যায়। পরে জন্নাতুলের মা বিষয়টি দেখতে পেয়ে চিৎকার করলে স্থানীয়রা ছুটে এসে শিশু দুটিকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যান। তবে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
একসঙ্গে দুই শিশুর মৃত্যুতে পুরো দক্ষিণপাড়ায় শোকের ছায়া নেমে আসে। অনেক ঘরে চুলা জ্বলেনি, এলাকায় নেমে আসে নীরবতা।
সাহারবিল ইউনিয়ন পরিষদের সদস্য আজিজুল হক প্রকাশ সোনা মিয়া বলেন, ঘটনাটি অত্যন্ত বেদনাদায়ক। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং থানাকে অবহিত করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে মাটি কাটার ফলে সৃষ্ট গর্ত দ্রুত ভরাট ও প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা জরুরি।