বড়দিনে কক্সবাজারে পর্যটকের ঢল, উৎসবের আমেজে সৈকত নগরী
খ্রিষ্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষে সরকারি ছুটির দিনে কক্সবাজারে দেখা গেছে রেকর্ডসংখ্যক পর্যটকের সমাগম। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল থেকেই সমুদ্র শহরজুড়ে লাখো মানুষের উপস্থিতিতে উৎসবমুখর হয়ে ওঠে পুরো এলাকা।
সৈকতের বালুকাবেলায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পর্যটকদের উপচে পড়া ভিড় দেখা যায়। পরিবার-পরিজন, বন্ধু-বান্ধব ও প্রিয়জনদের সঙ্গে অনেকেই এসেছেন অবকাশ যাপনে। কেউ সমুদ্রের নীল জলে পা ভিজিয়েছেন, কেউবা বালুকাবেলায় ছবি তুলে স্মরণীয় করে রাখছেন সময়টা।
বড়দিন উপলক্ষে শহরের অভিজাত হোটেল-মোটেলগুলো সাজানো হয়েছে বর্ণিল আলো ও সাজে। পর্যটকদের আকর্ষণে থাকছে বিশেষ আয়োজন। হোটেল-মোটেল মালিক সমিতি জানিয়েছে, ৩১ ডিসেম্বর পর্যন্ত শহরের প্রায় পাঁচ শতাধিক হোটেল-মোটেলের সব কক্ষ আগেই বুকিং হয়ে গেছে। পর্যটন সংশ্লিষ্টরা আশা করছেন, এই মৌসুমে শত কোটি টাকারও বেশি বাণিজ্য হবে।
সব মিলিয়ে বড়দিনের ছুটিতে কক্সবাজার পরিণত হয়েছে উৎসব, আনন্দ আর মানুষের মিলনমেলায়—যেখানে সমুদ্র, প্রকৃতি ও পর্যটনের জোয়ার একসঙ্গে বইছে।