মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ১৫ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

কক্সবাজার জেলা

ক্ষমতায় এলে মাতামুহুরীকে উপজেলায় রূপান্তরের প্রতিশ্রুতি সালাহউদ্দিন আহমেদের

ছবি: সংগৃহিত

আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় এলে মাতামুহুরীকে উপজেলায় রূপান্তর করা হবে বলে মন্তব্য করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য ও দল মনোনীত প্রার্থী সালাহউদ্দিন আহমেদ। দেশে আইনের শাসন প্রতিষ্ঠা, নাগরিক অধিকার নিশ্চিতকরণসহ বিস্তৃত উন্নয়ন কার্যক্রমের প্রতিশ্রুতিও দেন তিনি।

শুক্রবার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় টানা চতুর্থ দিনের মতো নির্বাচনী প্রচারণা ও পথসভায় চকরিয়া উপজেলার বদরখালী এলাকায় এসব কথা বলেন বিএনপির এই শীর্ষ নেতা।

সালাহউদ্দিন আহমেদ বলেন, “বিএনপি ক্ষমতায় এলে দেশে ভরপুর উন্নয়ন হবে। বিএনপি প্রতিশ্রুতি দেয় এবং প্রতিশ্রুতি রক্ষা করে।” তিনি আরও জানান, বিএনপি সরকার গঠন করলে এক থেকে দেড় বছরের মধ্যে দেড় কোটি বেকার যুবকের জন্য কর্মসংস্থান সৃষ্টি করা হবে। পাশাপাশি লবণের ন্যায্যমূল্য নিশ্চিতকরণ, সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা ও ফ্যামিলি কার্ডসহ বিভিন্ন সুবিধা প্রদানের অঙ্গীকার করেন।

এদিন তিনি চকরিয়া উপজেলার মাতামুহুরী সাংগঠনিক থানার কোনাখালী, বিএমচর, সাহারবিল, বদরখালী, ঢেমুশিয়া, পূর্ব বড় ভেওলা ও পশ্চিম বড় ভেওলা ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও পথসভা করেন।

বিকেলে চকরিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি বাবুল মিয়ার জানাজায় অংশ নেন সালাহউদ্দিন আহমেদ। পরে তিনি বাবুল মিয়ার বাড়িতে গিয়ে তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানান।

ক্যাটাগরি