মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ১৫ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

সারা দেশ

৫ মিনিটের ব্যবধানে সিলেটে দুইবার ভূমিকম্প

ছবি: সংগৃহিত

মধ্যরাতে মাত্র পাঁচ মিনিটের ব্যবধানে সিলেটে দুটি ভূমিকম্প অনুভূত হয়েছে। বুধবার দিবাগত রাত ২টা ২০ মিনিট ৩১ সেকেন্ডে প্রথম ভূমিকম্প আঘাত হানে, যার উৎপত্তিস্থল ছিল সিলেটের বিয়ানিবাজার। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩ দশমিক ৫ এবং গভীরতা ২০ কিলোমিটার। এর ঠিক পাঁচ মিনিট পর, রাত ২টা ২৫ মিনিট ১৪ সেকেন্ডে একই এলাকায় আবারও ভূমিকম্প অনুভূত হয়। দ্বিতীয় কম্পনটির মাত্রা ছিল ৩ দশমিক ৩ এবং গভীরতা ৩০ কিলোমিটার।

একই রাতে আশেপাশের এলাকায় আরও দুটি ভূমিকম্প রেকর্ড করা হয়। রাত ২টা ৫৪ মিনিট ৩ সেকেন্ডে মিয়ানমারে ৩ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প আঘাত হানে; উৎপত্তিস্থল ছিল উত্তর মান্দালয় থেকে ৬ কিলোমিটার দূরে। এরপর রাত ৩টা ৩৮ মিনিট ৩৬ সেকেন্ডে বঙ্গোপসাগরের আন্দামান–নিকোবর অঞ্চলে ৪ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়, যার গভীরতা ছিল ১৫ কিলোমিটার।

একই রাতে ধারাবাহিক ভূ-কম্পন বিশেষজ্ঞদের মতে, অঞ্চলে ভূমিকম্প সক্রিয়তা বেড়েছে বলে ইঙ্গিত দেয়। তবে এখন পর্যন্ত কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ক্যাটাগরি