বাবাকে কুপিয়ে হত্যার পর থানায় ছেলের আত্মসমর্পণ
রংপুর সদর উপজেলার মমিনপুর ইউনিয়নের মহেশপুর এলাকায় পারিবারিক কলহের জেরে ছেলের হাতে বাবা নিহত হয়েছেন। সোমবার দুপুরে এই ঘটনা ঘটে। পরে বিকেলে ছেলে সদর থানায় গিয়ে আত্মসমর্পণ করে। নিহত ব্যক্তির নাম মোকলেছুর রহমান।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের জেরেকথা কাটাকাটির একপর্যায়ে ছেলে মাসুদ (২৪) ধারালো অস্ত্র দিয়ে বাবার ওপর হামলা চালায়। এতে নুরল গুরুতর আহত হন এবং হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। পরে ছেলে মাসুদ রংপুর সদর কোতয়ালী থানায় গিয়ে আত্মসমর্পণ করে। পুলিশ তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে।
সদর থানার ওসি আব্দুল গফুর বলেন, পারিবারিক অশান্তির কারণে বাবাকে হত্যা করেছে বলে ছেলে মাসুদ স্বীকার করেছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মঙ্গলবার তাকে আদালতে পাঠানো হবে। লাশ ময়না তদন্তের জন্য মর্গে ফাঠানো হয়েছে।