মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ১৫ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

সারা দেশ

হাদির পর এবার খুলনায় এনসিপি নেতাকে মাথায় গুলি, অবস্থা গুরুতর

ছবি: সংগৃহিত

রাজধানীতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির হত্যার ঘটনায় উত্তেজনা কমেনি। এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) খুলনা বিভাগীয় প্রধান এবং শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক মোতালেব শিকদারের ওপর হামলা ঘটেছে।

সোমবার (২২ ডিসেম্বর) দুপুরের দিকে খুলনার সোনাডাঙ্গা সবুজবাগ এলাকায় তাকে মাথায় গুলি করা হয়। আশঙ্কাজনক অবস্থায় মোতালেবকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিষয়টি সামাজিক মাধ্যমে নিশ্চিত করেছেন এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক ডা. মাহমুদা মিতু। তিনি জানান, “এনসিপির খুলনা বিভাগীয় প্রধান এবং শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক মোতালেব শিকদারকে একটু আগে গুলি করা হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় তাকে খুলনা মেডিকেলে নেওয়া হয়েছে।”

ক্যাটাগরি