মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ১৫ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

সারা দেশ

পঞ্চগড় সীমান্তে বিজিবির অভিযান, ভারতীয় গরু আটক

ছবি: সংগৃহিত

পঞ্চগড়ের সীমান্ত এলাকায় চোরাচালান দমনে অভিযান চালিয়ে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) দুইটি ভারতীয় অবৈধ গরু আটক করেছে। বুধবার (২৪ ডিসেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের সরদারপাড়া এলাকা থেকে আনুমানিক ৩শ গজ বাংলাদেশের অভ্যন্তরে অভিযান পরিচালনা করে বিজিবি।

বিজিবি সূত্র জানায়, নীলফামারী ৫৬ ব্যাটালিয়নের অন্তর্ভুক্ত সরদারপাড়া বিওপির নায়েব সুবেদার মোঃ তুহিন আলীর নেতৃত্বে টহল দলটি সীমান্ত পিলার ৭৭৯/১-এস-এর নিকট থেকে গরুগুলো আটক করে। আটককৃত গরুগুলো মালিকবিহীন অবস্থায় পাওয়া যায় এবং তাদের আনুমানিক বাজার মূল্য দুই লক্ষ টাকা।

বিজিবি জানিয়েছে, সদর দফতরের নির্দেশনা অনুযায়ী সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। পার্শ্ববর্তী দেশ থেকে যে কোনো ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবি পূর্ণ প্রস্তুত।

ক্যাটাগরি