বুধবার, ৩১শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ১৬ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

কক্সবাজার জেলা

এসপির পরিচয়ে অনলাইন প্রতারণা, ডিবির হাতে দুই প্রতারক গ্রেপ্তার

কক্সবাজার জেলা পুলিশ সুপার এ.এন.এম সাজেদুর রহমানের ছবি ও পরিচয় ব্যবহার করে অনলাইনে প্রতারণার অভিযোগে একটি চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমন চক্রবর্তী টিটিএনকে বিষয়টি নিশ্চিত করে জানান, তথ্যপ্রযুক্তির সহায়তায় বুধবার দিবাগত রাতে অভিযান চালিয়ে অভিযুক্তদের আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

এর আগে জেলা পুলিশের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে সতর্কতামূলক একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। সেখানে হোয়াটসঅ্যাপে পুলিশ সুপারের ছবি ও পরিচয় ব্যবহার করে প্রতারণার চেষ্টা করা হচ্ছে বলে জানিয়ে সবাইকে এ ধরনের ফাঁদে পা না দেওয়ার অনুরোধ জানানো হয়।

জেলা পুলিশ জানিয়েছে, এ ধরনের প্রতারণা রোধে সাইবার নজরদারি আরও জোরদার করা হয়েছে এবং প্রতারকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

ক্যাটাগরি