বুধবার, ৩১শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ১৬ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

সারা দেশ

মানিক মিয়া অ্যাভিনিউতে হাদির জানাজা, ইমামতি করবেন বড় ভাই আবু বকর সিদ্দিক

ছবি: সংগৃহিত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির জানাজা আজ শনিবার (২০ ডিসেম্বর) দুপুর ২টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত হবে। জানাজার নামাজে ইমামতি করবেন তার বড় ভাই আবু বকর সিদ্দিক।

এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের চিকিৎসক ও ন্যাশনাল হেলথ অ্যালায়েন্সের (এনএইচএ) সদস্য সচিব ডা. মো. আব্দুল আহাদ। তিনি জানান, জানাজা শেষে শহীদ হাদিকে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশেই দাফন করা হবে।

এদিকে জানাজায় অংশ নিতে সকাল থেকেই রাজধানীর বিভিন্ন এলাকা থেকে হাজারো ছাত্র-জনতা জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জড়ো হতে থাকেন। দীর্ঘক্ষণ অপেক্ষার পর সকাল সাড়ে ১০টার দিকে আইনশৃঙ্খলা বাহিনী সাধারণ মানুষের প্রবেশের অনুমতি দেয়। নিরাপত্তা নিশ্চিত করতে চীন থেকে আনা আটটি আর্চওয়ে গেটের মাধ্যমে ছাত্র-জনতাকে দক্ষিণ প্লাজায় প্রবেশ করানো হয়।

হাদির জানাজাকে ঘিরে এলাকায় শোকাবহ পরিবেশ বিরাজ করছে। সহযোদ্ধা, শুভাকাঙ্ক্ষী ও সাধারণ মানুষের উপস্থিতিতে মানিক মিয়া অ্যাভিনিউ আজ পরিণত হয়েছে শ্রদ্ধা ও ভালোবাসার এক বিশাল সমাবেশে।

সূত্র:ঢাকা পোস্ট

ক্যাটাগরি