মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ১৫ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

আর্ন্তজাতিক

দিল্লিতে কূটনৈতিক নিরাপত্তা হুমকিতে: বাংলাদেশের হাইকমিশনারকে হত্যার হুমকি

ছবি: সংগৃহিত

দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের বাংলাদেশ ভবনের গেটে এসে উগ্র আচরণ ও হুমকি দেওয়ার একটি ঘটনা ঘটেছে। শনিবার (২০ ডিসেম্বর) রাতে কয়েকজন ভারতীয় নাগরিক হাইকমিশনের প্রধান ফটকের সামনে এসে চিৎকার-চেঁচামেচি করেন এবং বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহকে উদ্দেশ করে হুমকিমূলক বক্তব্য দেন বলে জানা গেছে।

এ বিষয়ে দিল্লিতে বাংলাদেশের প্রেস মিনিস্টার মো. ফয়সাল মাহমুদ গণমাধ্যমকে জানান, শনিবার রাত সাড়ে ৮টা থেকে পৌনে ৯টার মধ্যে তিনটি গাড়িতে করে কয়েকজন ব্যক্তি বাংলাদেশ ভবনের গেটের সামনে এসে উচ্চস্বরে চিৎকার করতে থাকেন। তারা বাংলা ও হিন্দি ভাষায় কথা বলছিলেন। এ সময় ‘হিন্দুদের নিরাপত্তা দিতে হবে’ এবং ‘হাইকমিশনারকে ধরো’—এ ধরনের স্লোগান দিতে শোনা যায়।

তিনি আরও জানান, ওই ব্যক্তিরা কিছুক্ষণ মূল গেটের সামনে অবস্থান করে চিৎকার করার পর ঘটনাস্থল ত্যাগ করেন। এ সময় কোনো ধরনের শারীরিক হামলা, ভাঙচুর বা ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেনি।

হাইকমিশনারকে হত্যার হুমকি দেওয়া হয়েছিল কি না—এমন প্রশ্নের জবাবে প্রেস মিনিস্টার বলেন, তাদের কথাবার্তায় হুমকির ইঙ্গিত ছিল। তারা হিন্দি ও বাংলা মিলিয়ে বলছিলেন, ‘ওখানে যদি হিন্দু মারা হয়, তাহলে আমরা তোমাদের সবাইকে মেরে ফেলবো।’

ঘটনার পরপরই রাতেই জরুরি ভিত্তিতে বাংলাদেশ হাইকমিশনের ডিফেন্স উইংয়ের সঙ্গে বৈঠক করেন হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ। ডিফেন্স উইংয়ের পক্ষ থেকে তাকে জানানো হয়, সংশ্লিষ্ট ব্যক্তিরা চিৎকার করে চলে গেছেন এবং এ ঘটনায় বাড়তি কোনো অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়নি।

ক্যাটাগরি