মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ১৫ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

আর্ন্তজাতিক

শহীদ ওসমান হাদি হত্যা ইস্যুতে ভারতীয় উদ্বেগ, স্বচ্ছ তদন্ত প্রত্যাশা

ছবি: সংগৃহিত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই যোদ্ধা শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডের পুঙ্খানুপুঙ্খ ও নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছে ভারত। বার্তাসংস্থা পিটিআইয়ের বরাতে জানা গেছে, বুধবার (২৪ ডিসেম্বর) বাংলাদেশে নিযুক্ত হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহকে তলব করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এ আহ্বান জানায়।

পিটিআই সংশ্লিষ্ট সূত্রের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, হত্যাকাণ্ডের ঘটনায় ভারতের সংশ্লিষ্টতার অভিযোগ ওঠায় নয়াদিল্লি বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে এবং এ নিয়ে বিস্তারিত তদন্ত করতে বাংলাদেশকে অনুরোধ করেছে।

শহীদ ওসমান হাদি নিষিদ্ধ ছাত্রলীগের সন্ত্রাসীদের গুলিতে নিহত হওয়ার পর বাংলাদেশে ভারতবিরোধী মনোভাব বৃদ্ধি পেয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। তার মৃত্যুর পর ঢাকায় ভারতীয় দূতাবাসের সামনে বিক্ষোভের ডাকও দেওয়া হয়েছিল।

এদিকে এর আগের দিন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করে বাংলাদেশ সরকার। পররাষ্ট্রসচিব তাকে নয়াদিল্লি ও শিলিগুড়িতে বাংলাদেশের কূটনৈতিক স্থাপনায় হামলা ও ভাঙচুরের ঘটনায় গভীর উদ্বেগ জানান এবং ভারতে অবস্থানরত বাংলাদেশি কূটনীতিকদের নিরাপত্তা নিশ্চিত করার ওপর জোর দেন।

উল্লেখ্য, চলতি মাসে দুই দেশ একাধিকবার কূটনৈতিক তলবের ঘটনায় জড়িয়েছে। গত ১৪ ডিসেম্বর প্রণয় ভার্মাকে তলব করে বাংলাদেশ সরকার ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উসকানিমূলক বক্তব্য নিয়ে উদ্বেগ জানায়। একইসঙ্গে শরিফ ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে পালিয়ে যেতে পারে—এ বিষয়ে সহযোগিতা চাওয়া হয়।

এর জবাবে ১৭ ডিসেম্বর নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহকে তলব করে ভারত। এক সপ্তাহ না যেতেই তাকে আবারও তলব করায় দুই দেশের কূটনৈতিক সম্পর্কে উত্তেজনার ইঙ্গিত মিলছে।

সূত্র: পিটিআই, ঢাকা পোস্ট

ক্যাটাগরি