মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ১৫ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

আর্ন্তজাতিক

মসজিদে নববীর সুমধুর কণ্ঠ নীরব—ইন্তেকাল করলেন মুয়াজ্জিন শেখ ফয়সাল নোমা

ছবি: সংগৃহিত

মদিনার পবিত্র মসজিদে নববীর মুয়াজ্জিন শেখ ফয়সাল নোমান ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর ইন্তেকালে মুসলিম উম্মাহ হারালেন এক নিবেদিতপ্রাণ খাদেম ও হৃদয়স্পর্শী কণ্ঠের অধিকারী মুয়াজ্জিনকে।

দুই পবিত্র মসজিদভিত্তিক নির্ভরযোগ্য ওয়েবসাইট ইনসাইড দ্য হারামাইন জানিয়েছে, মঙ্গলবার (২৩ ডিসেম্বর) ফজরের নামাজের পর মসজিদে নববীতে তাঁর জানাজা আদায় করা হয়। পরে তাঁকে মদিনার ঐতিহাসিক জান্নাতুল বাকি কবরস্থানে দাফন করা হয়।

শেখ ফয়সাল নোমান দীর্ঘদিন ধরে মসজিদে নববীর মুয়াজ্জিন হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। তাঁর সুমধুর আজান ও গভীর ধর্মীয় নিষ্ঠা বিশ্বজুড়ে লাখো মুসলমানের হৃদয়ে বিশেষ স্থান করে নিয়েছিল।

ইনসাইড দ্য হারামাইন আরও জানায়, ১৪২২ হিজরি (২০০১ খ্রি.) সালে তিনি মসজিদে নববীর মুয়াজ্জিন হিসেবে নিযুক্ত হন। বংশপরম্পরায় এই মহান দায়িত্ব পালনের সৌভাগ্য অর্জন করেছিলেন তিনি। তাঁর দাদা ছিলেন মসজিদে নববীর মুয়াজ্জিন এবং তাঁর বাবা মাত্র ১৪ বছর বয়সে এই সম্মানজনক দায়িত্বে নিযুক্ত হন।

প্রায় ২৫ বছর ধরে—১৪২২ থেকে ১৪৪৭ হিজরি পর্যন্ত—শেখ ফয়সাল নোমান নিষ্ঠা, বিনয় ও একাগ্রতার সঙ্গে মসজিদে নববীতে আজানের দায়িত্ব পালন করেছেন।

তাঁর ইন্তেকালে মুসলিম উম্মাহ এক অনন্য কণ্ঠস্বর ও খেদমতের এক উজ্জ্বল অধ্যায় হারাল। আল্লাহ তায়ালা তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন।

ক্যাটাগরি