মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ১৫ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

কক্সবাজার জেলা

পর্যটন নগরী কক্সবাজারে থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে জেলা পুলিশের কঠোর বিধি-নিষেধ

ছবি: সংগৃহিত

থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে কক্সবাজার জেলায় সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিরাপদ রাখতে একাধিক বিধি-নিষেধ আরোপ করেছে জেলা পুলিশ। বুধবার (৩১ ডিসেম্বর) জেলা পুলিশের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা কঠোরভাবে মেনে চলার জন্য সর্বসাধারণের প্রতি আহ্বান জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, থার্টি ফার্স্ট নাইট উদযাপনকে কেন্দ্র করে কক্সবাজার শহর ও সমুদ্র সৈকত এলাকায় আতশবাজি, পটকা ও ফানুস ওড়ানো সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে। একইসঙ্গে যেকোনো ধরনের দুর্ঘটনা এড়াতে এসব সামগ্রীর বিক্রি ও বিপণন কেন্দ্র বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

এছাড়া উন্মুক্ত স্থান কিংবা রাস্তায় কোনো ধরনের কনসার্ট, নাচ বা গানের আয়োজন করা যাবে না বলেও জানানো হয়েছে। জননিরাপত্তার স্বার্থে উচ্চ শব্দে হর্ন বাজানো, বেপরোয়া গাড়ি বা মোটরসাইকেল চালানো, জয় রাইড ও প্রতিযোগিতামূলক যান চলাচল নিষিদ্ধ করা হয়েছে।

আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ৩১ ডিসেম্বর সন্ধ্যা ৬টা থেকে ১ জানুয়ারি সন্ধ্যা ৬টা পর্যন্ত কক্সবাজার জেলার সকল বার ও মদের দোকানে মদ ক্রয়-বিক্রয় বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব, অপপ্রচার ও উস্কানিমূলক বক্তব্য ছড়িয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করা কিংবা নাশকতা ও সহিংসতায় জড়িত হওয়ার ব্যাপারে কঠোর সতর্কতা জারি করেছে পুলিশ।

থার্টি ফার্স্ট নাইটে আগত নারী পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে ইভটিজিং বা যেকোনো ধরনের উত্ত্যক্তের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

হোটেল ও মোটেল কর্তৃপক্ষকে ইনডোরে কোনো অনুষ্ঠান আয়োজন করলে তা সংশ্লিষ্ট থানা ও ডিএসবি (ডিটেকটিভ ব্রাঞ্চ)কে অবহিত করার পাশাপাশি সন্দেহভাজন ব্যক্তিদের তথ্য পুলিশকে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে।

কক্সবাজার জেলা পুলিশের মিডিয়া ফোকাল পয়েন্ট ও অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) অলক বিশ্বাস স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে শান্তিপূর্ণ ও নিরাপদভাবে থার্টি ফার্স্ট নাইট উদযাপনে সকলের সহযোগিতা কামনা করা হয়েছে।

ক্যাটাগরি