মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ১৫ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

কক্সবাজার জেলা

ছবি: কক্সবাজার সংবাদ

কুতুবদিয়ায় অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে চিকিৎসাধীন এক নারীর মৃত্যু হয়েছে। নিহত রুমা আক্তার (২৮) উপজেলার আলী আকবর ডেইল ইউনিয়নের ফতেহ আলী সিকদার পাড়ার বাসিন্দা ও গ্রাম পুলিশ সদস্য শাহা জাহানের স্ত্রী। সোমবার বিকেল ৪টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

নিহতের স্বজন গিয়াস উদ্দিন জানান, গত ২৬ নভেম্বর বুধবার সকালে নিজ বাড়িতে আকস্মিক অগ্নিকাণ্ডে রুমা আক্তার ও তার শিশু ছেলে জিহাদ দগ্ধ হন। প্রথমে তাদের কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলেও রুমার শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত তাঁকে চট্টগ্রাম মেডিকেলে নেওয়া হয়। তার শরীরের প্রায় ৫৫ শতাংশ অংশ পুড়ে গিয়েছিল। দীর্ঘ চিকিৎসা সত্ত্বেও তিনি প্রাণে বাঁচেননি।

গিয়াস উদ্দিন আরও জানান, রুমার শিশু সন্তান জিহাদের অবস্থাও আশঙ্কাজনক। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে তাকে আইসিইউ পর্যায়ের পর্যবেক্ষণে রাখা হয়েছে।

উল্লেখ্য, গত ২৬ নভেম্বর সকালে একই অগ্নিকাণ্ডে দগ্ধ হন মা-ছেলে। চিকিৎসাধীন দুইজনের মধ্যে রুমা আক্তার মারা গেলেও সন্তানটি এখনো লড়াই করছে।

ক্যাটাগরি