মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ১৫ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

কুতুবদিয়া

কুতুবদিয়ার শিশুদের মানসম্মত শিক্ষার জন্য সমন্বিত কাজের আহ্বান: বিধান রঞ্জন রায়

প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার কুতুবদিয়ার ভবিষ্যৎ প্রজন্মকে মানসম্মত শিক্ষা দিতে সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন।

রবিবার তিনি কুতুবদিয়া উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন এবং বলেন, সমুদ্রবেষ্টিত কুতুবদিয়া একটি দুর্গম এলাকা হলেও শিক্ষার্থীরা অত্যন্ত মেধাবী। শিক্ষার জন্য উপযুক্ত পরিবেশ নিশ্চিত করতে সরকার আন্তরিকভাবে কাজ করছে। আগামী দিনে শিক্ষকদের প্রশিক্ষণ, ডিজিটাল লার্নিং সুবিধা এবং বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়নে অগ্রাধিকার দেওয়া হবে। বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য প্রতিটি বিদ্যালয়ে একজন বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক রাখা হবে বলেও তিনি জানান।

পরিদর্শনকালে তিনি উত্তর লেমশীখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়, পূর্ব ধূরুং সরকারি প্রাথমিক বিদ্যালয়, কৈয়ারবিল সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং দক্ষিণ ধূরুং লাইট হাউস পরিদর্শন করেন। এই সময় বিদ্যালয়ের শ্রেণিকক্ষ, উপস্থিতি রেজিস্টার, শিক্ষার্থীদের পাঠদানের মান, খেলা-ধুলা ও সহপাঠ্যক্রমিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন। পাশাপাশি শিক্ষক ও শিক্ষাসামগ্রীর ঘাটতি দ্রুত সমাধানের আশ্বাসও দেন।

ক্যাটাগরি