মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ১৫ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

কুতুবদিয়া

কুতুবদিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পাঁচ পরিবারকে কোস্ট ফাউন্ডেশনের নগদ সহায়তা

ছবি: কক্সবাজার সংবাদ

কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার উত্তর বড়ঘোপ গ্রামে সম্প্রতি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পাঁচটি পরিবারের পাশে দাঁড়িয়েছে কোস্ট ফাউন্ডেশন। বুধবার (২৪ ডিসেম্বর) ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে নগদ অনুদান তুলে দেওয়া হয়।

এ সময় পাঁচটি বাড়ির মালিককে পাঁচ হাজার টাকা করে মোট ২৫ হাজার টাকা সহায়তা প্রদান করা হয়। অনুদান বিতরণ করেন কোস্ট ফাউন্ডেশনের ঊর্ধ্বতন সমন্বয়কারী জিয়াউল করিম চৌধুরী ঝন্টু।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কুতুবদিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম এম হাসান কুতুবী, বিএনপি নেতা রেজাউল করিম রাজু, কোস্ট ফাউন্ডেশনের এরিয়া ম্যানেজার সঞ্জয় চৌধুরী, ব্রাঞ্চ ম্যানেজার ইয়াছির আরাফাতসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুদানপ্রাপ্ত পরিবারগুলো হলেন,  সেফু আখতার, জোস্না আখতার, নাছিমা আখতার, আনিচা আখতার ও হুসনে আরা বেগম।

অনুদান বিতরণকালে বক্তারা বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সামাজিক দায়বদ্ধতার অংশ। কোস্ট ফাউন্ডেশন ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও সহায়তামূলক কার্যক্রম অব্যাহত রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

ক্যাটাগরি