মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ১৫ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

সারা দেশ

চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে ৪০১ জনের মৃত্যুর: স্বাস্থ্য অধিদপ্তর

ছবি: সংগৃহিত

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪০১ জনে।

একই সময়ে নতুন করে ৪২১ ডেঙ্গু রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। ফলে এ বছর এখন পর্যন্ত মোট হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৮ হাজার ৭০৫ জনে।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ অ্যান্ড ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, এখন পর্যন্ত ৯৬ হাজার ৭৬০ জন রোগী চিকিৎসা নিয়ে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বর্তমানে দেশে এক হাজার ৯৪৫ জন রোগী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যানে আরও জানা যায়, চলতি বছরের এক মাসে সর্বোচ্চ মৃত্যু হয়েছে নভেম্বর মাসে—মোট ৯৯ জন। এর আগে অক্টোবর মাসে মৃত্যু হয়েছিল ৮০ জনের এবং সেপ্টেম্বরে ৭৬ জনের মৃত্যু হয় ডেঙ্গুতে।

ক্যাটাগরি