টাকা চুরির অভিযোগ থেকেই মা–মেয়েকে হত্যা করা হয়েছে—জবানবন্দিতে গৃহকর্মী আয়েশা
রাজধানীর মোহাম্মদপুরে মা–মেয়ে হত্যাকাণ্ডের নেপথ্যে টাকা চুরির অপবাদকে কেন্দ্র করে বিরোধই মূল কারণ,গ্রেফতারের পর এমন দাবি করেছেন গৃহকর্মী আয়েশা। বুধবার (১০ ডিসেম্বর) ঝালকাঠি থেকে আটক হওয়ার পর তিনি পুলিশের কাছে জানান, টাকার বিষয়ে দোষারোপ এবং শারীরিক নির্যাতনে ক্ষুব্ধ হয়েই ‘হিট অব দ্য মোমেন্টে’ তিনি এই হত্যাকাণ্ড ঘটান। তদন্ত–সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
আয়েশা বলেন, খণ্ডকালীন গৃহকর্মীর কাজ শুরুর পরপরই বাসা থেকে কিছু টাকা হারিয়ে যায়। এ ঘটনায় গৃহকর্ত্রী লায়লা আফরোজ তাকে অভিযুক্ত করেন এবং কয়েক দফায় নির্যাতনও করেন। তার দাবি, এসব অপমান ও টর্চারের জেরেই মুহূর্তের উত্তেজনায় মা–মেয়েকে হত্যা করেন তিনি।
তবে আয়েশার এই স্বীকারোক্তির সত্যতা নিয়ে এখনও যাচাই-বাছাই চলছে। ঘটনার অল্প সময়ের মধ্যেই আয়েশাকে গ্রেফতার করাকে বড় সফলতা হিসেবে দেখছেন তদন্ত–সংশ্লিষ্ট কর্মকর্তারা।
ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ইবনে মিজান জানান, আয়েশাকে গ্রেফতারকারী টিম এখনো ঢাকায় পৌঁছায়নি। ঢাকায় আনার পর তাকে জিজ্ঞাসাবাদ করা হবে এবং বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে বিস্তারিত তথ্য জানানো হবে।
গত সোমবার মোহাম্মদপুরের বাসায় গৃহকর্মী আয়েশার হাতে নৃশংসভাবে খুন হন গৃহকর্ত্রী লায়লা আফরোজ ও তার মেয়ে নাফিসা সাওয়াল বিনতে আজিজ (১৫)। এ ঘটনায় লায়লা আফরোজের স্বামী, স্কুলশিক্ষক আ জ ম আজিজুল ইসলাম, মোহাম্মদপুর থানায় হত্যা মামলা দায়ের করেছেন।