হাজারো মানুষের অংশগ্রহণে কক্সবাজারে ওসমান হাদীর গায়েবানা জানাজা অনুষ্ঠিত
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম সংগঠক শহীদ শরিফ ওসমান হাদির গায়েবানা জানাজা পর্যটন নগরী কক্সবাজারে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টায় শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে ফ্যাসিবাদবিরোধী সর্বদলীয় ঐক্যমঞ্চের উদ্যোগে এই গায়েবানা জানাজার আয়োজন করা হয়। এতে হাজারো ধর্মপ্রাণ মানুষ অংশগ্রহণ করেন।
জানাজার আগে সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বলেন, একজন হাদি শহীদ হলেও দেশে এখন লাখো হাদির জন্ম হয়েছে। তারা ফ্যাসিবাদবিরোধী, আধিপত্যবাদবিরোধী ও আগ্রাসনবিরোধী আন্দোলনকে সামনে এগিয়ে নেবে। একই সঙ্গে বক্তারা শরিফ ওসমান হাদির হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানান।
গায়েবানা জানাজায় ইমামতি করেন জেলা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সিনিয়র যুগ্ম আহ্বায়ক খালিদ বিন সাঈদ। এ সময় উপস্থিত ছিলেন কক্সবাজার পৌরসভার সাবেক মেয়র সরওয়ার কামাল, কক্সবাজার প্রেসক্লাব সভাপতি মাহবুবুর রহমান, জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব এস এম সুজা উদ্দিন, কক্সবাজার শহর জামায়াতের সেক্রেটারি রিয়াজ মোহাম্মদ শাকিল, ইসলামি ছাত্রশিবিরের জেলা সভাপতি আবদুর রহিম নূরী, জুলাই যোদ্ধা রায়হান কাশেমসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ছাত্রসংগঠনের নেতারা।
জেলা শহরের পাশাপাশি উখিয়া উপজেলা সদর, কোটবাজারসহ কক্সবাজার জেলার বিভিন্ন স্থানে শহীদ হাদির গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে বলে জানা গেছে।