বগুড়া-৭ আসনে খালেদা জিয়ার পক্ষে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৭ (গাবতলী–শাজাহানপুর) আসনে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দলটির নেতা-কর্মীরা।
রোববার (২১ ডিসেম্বর) দুপুরে খালেদা জিয়ার নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়কারী ও সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ফজলুল করিমের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু, জেলা বিএনপির সহ-সভাপতি এম আর ইসলাম স্বাধীন, সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম হেলাল, বিএনপি নেতা উজ্জ্বল, নিহার সুলতানা তিথিসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
মনোনয়ন ফরম সংগ্রহকে ঘিরে সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় চত্বরে বিপুলসংখ্যক বিএনপি নেতা-কর্মী ও সমর্থকের উপস্থিতিতে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। নেতাকর্মীরা এ সময় খালেদা জিয়ার সুস্থতা ও মুক্তির পাশাপাশি গণতন্ত্র পুনরুদ্ধারের প্রত্যাশা ব্যক্ত করেন।