মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ১৫ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

রাজনীতি

মায়ের খোঁজে এভারকেয়ারে তারেক রহমান

দীর্ঘ ১৭ বছর পর দেশে ফেরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রোববার (২৮ ডিসেম্বর) রাত ১১টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে পৌঁছান। সেখানে তিনি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসার খোঁজখবর নেন।

এর আগে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দীর্ঘ ১৭ বছর পর লন্ডন থেকে দেশে ফেরেন তারেক রহমান।

খালেদা জিয়াকে গত ২৩ নভেম্বর রাজধানীর বসুন্ধরায় অবস্থিত এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরে ২৭ নভেম্বর তার ফুসফুসে সংক্রমণ দেখা দিলে তাকে কেবিন থেকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউ) স্থানান্তর করা হয়।

৭৯ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে নানা জটিল ও গুরুতর রোগে ভুগছেন। তার শারীরিক সমস্যাগুলোর মধ্যে রয়েছে লিভার ও কিডনির জটিলতা, হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, আথ্রাইটিসসহ ইনফেকশনজনিত বিভিন্ন সমস্যা।

খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড জানিয়েছে, সাম্প্রতিক পরীক্ষায় তার শারীরিক অবস্থায় একাধিক জটিলতা ধরা পড়েছে। বিশেষ করে শ্বাসকষ্ট বেড়ে যাওয়া, রক্তে অক্সিজেনের মাত্রা কমে যাওয়া এবং কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে যাওয়ায় চিকিৎসকদের উদ্বেগ বাড়ে।

অবস্থার উল্লেখযোগ্য উন্নতি না হওয়ায় ফুসফুস ও অন্যান্য অঙ্গকে বিশ্রাম দেওয়ার উদ্দেশ্যে তাকে ‘ইলেক্টিভ ভেন্টিলেটর সাপোর্টে’ নেওয়া হয়েছে বলে জানিয়েছে চিকিৎসকরা।

ক্যাটাগরি