মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ১৫ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

রাজনীতি

তারেক রহমানের দলে যোগ দিলেন হিরো আলম

হিরো আলম

সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত ব্যক্তি আশরাফুল আলম ওরফে হিরো আলম আনুষ্ঠানিকভাবে একটি রাজনৈতিক দলে যোগ দিয়েছেন। রবিবার (২৮ ডিসেম্বর) তিনি মো. তারেক রহমানের হাতে ফুল দিয়ে ‘আমজনতার দলে’ যোগদান করেন। বিষয়টি গণমাধ্যমকে নিজেই নিশ্চিত করেছেন হিরো আলম।

হিরো আলম জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত আগেই চূড়ান্ত করেছিলেন। তবে এবার তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নয়, রাজনৈতিক দলের ব্যানারে নির্বাচন করতে চেয়েছেন। সে লক্ষ্যেই বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ করেছিলেন তিনি।

তিনি বলেন, কয়েকটি দলের সঙ্গে আলোচনা হলেও আদর্শগত মিল না থাকায় সেসব দলে যোগ দিইনি। তারেক রহমানের সঙ্গে একাধিকবার কথা হয়েছে। আলোচনার পর তার আমজনতার দলে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিই।

হিরো আলম আরও জানান, রবিবার সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে আমজনতার দলে যোগদান সম্পন্ন হয়েছে। আসন্ন সংসদ নির্বাচনে এই দলের মনোনয়নেই তিনি প্রার্থী হবেন বলে জানান তিনি।

তিনি বলেন, আজই সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি বিস্তারিতভাবে জানানো হবে।

ক্যাটাগরি