এনসিপির যুগ্ম আহ্বায়ক নুসরাতের নিষ্ক্রিয়তার ঘোষণা
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুম দলটির সব ধরনের কার্যক্রম থেকে নিজেকে নিষ্ক্রিয় ঘোষণা করেছেন। জামায়াতে ইসলামীসহ ১০ দলীয় জোটে এনসিপির অংশগ্রহণকে কেন্দ্র করে তিনি এ সিদ্ধান্ত নেন।
রোববার (২৮ ডিসেম্বর) রাতে নিজের ফেসবুক পোস্টে নুসরাত তাবাসসুম বলেন, এনসিপি গঠনের সময় যে গণতান্ত্রিক, মধ্যপন্থী ও অন্তর্ভুক্তিমূলক রাজনীতির স্বপ্ন দেখানো হয়েছিল, সাম্প্রতিক জোট সিদ্ধান্তের মাধ্যমে দলটির শীর্ষ নেতৃত্ব সেই অবস্থান থেকে সরে এসেছে।
তিনি বলেন, “এনসিপির ঘোষণাপত্র ও রাজনৈতিক বক্তব্যে যে বাংলাদেশপন্থী ও সভ্যতাকেন্দ্রিক রাজনীতির কথা বলা হয়েছিল, তা আমার রাজনৈতিক দর্শনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ছিল। কিন্তু জামায়াতসহ একাধিক দলের সঙ্গে জোটে যাওয়ার সিদ্ধান্ত সেই মূল বক্তব্যের সঙ্গে সাংঘর্ষিক।”
নুসরাত তাবাসসুম আরও অভিযোগ করেন, জোট ঘোষণার মাধ্যমে তৃণমূল পর্যায়ের নেতাকর্মী ও মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে প্রবঞ্চনা করা হয়েছে। বিশেষ করে দলীয় নেতৃত্বের পক্ষ থেকে ৩০০ আসনে প্রার্থী দেওয়ার ঘোষণা থাকলেও জোট সিদ্ধান্তে সেই অবস্থান প্রশ্নবিদ্ধ হয়েছে বলে তিনি মন্তব্য করেন।
পোস্টে তিনি জানান, নির্বাচনকালীন সময়ে তিনি এনসিপির সব কার্যক্রম থেকে নিজেকে নিষ্ক্রিয় রাখবেন এবং পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তীতে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।
উল্লেখ্য, জামায়াতের সঙ্গে জোট আলোচনা সামনে আসার পর ইতোমধ্যে এনসিপির একাধিক কেন্দ্রীয় নেতা পদত্যাগ বা নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।