মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ১৫ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

কুতুবদিয়া

কুতুবদিয়ায় ইউএনও ও এসিল্যান্ডের সঙ্গে গ্রাম পুলিশের সৌজন্য সাক্ষাৎ

ছবি: কক্সবাজার সংবাদ

কক্সবাজারের কুতুবদিয়া উপজেলায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জামশেদ আলম রানা ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাকিব উল আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন কুতুবদিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাসান কুতুবীর নেতৃত্বে উপজেলার ছয়টি ইউনিয়নের গ্রাম পুলিশ সদস্যরা।

সৌজন্য সাক্ষাৎকালে গ্রাম পুলিশরা তাদের বিভিন্ন দাবিদাওয়া তুলে ধরেন। এর মধ্যে বিশেষভাবে উল্লেখ করা হয় শ্রান্তি বিনোদন ভাতা, মাসিক বেতন নিয়মিত প্রদান এবং পূর্বের বকেয়া বেতন-ভাতা দ্রুত পরিশোধের দাবি।

ইউএনও জামশেদ আলম রানা গ্রাম পুলিশের গুরুত্বপূর্ণ ভূমিকার প্রশংসা করে বলেন, “সরকার গ্রাম পুলিশদের কল্যাণে আন্তরিক এবং তাদের ন্যায্য দাবিগুলো সংশ্লিষ্ট দপ্তরে অবহিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।” সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাকিব উল আলমও গ্রাম পুলিশদের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস দেন।

সাক্ষাৎ শেষে গ্রাম পুলিশরা প্রশাসনের আশ্বাসে সন্তোষ প্রকাশ করেন।

ক্যাটাগরি